১. Gilles Mischler তিনি built and designed Facebook’s IT infrastructure from the ground up, জুন ২০০৫ থেকে মে ২০১০ পর্যন্ত ফেসবুক ছিলেন, তার পোস্ট ছিলো SiteOps Engineer। বর্তমানে নোকিয়া তে Network Engineer হিসেবে কাজ করছেন।
২. Scott Marlette, সে ফেসবুক এর ফটো এপ্লিকেশন তৈরি করেন। জুন ২০০৫ থেকে জানুয়ারি ২০১০ পর্যন্ত ছিলেন ফেসবুক এ তার পোস্ট ছিলো Engineer, Product Manager, বর্তমানে Idea man এর Chief Pilot হয়ে কাজ করছেন।
৩. Dan Neff মাত্র ৫ মাস করেছেন ফাচেবুকে। ২০০৫ সালের মে থেকে অক্টোবর পর্যন্ত। পোস্ট ছিলো Build/Release Engineer। এখন অ্যাডোব সিস্টেম এর Release/Operations Lead হিসেবে আছেন
৪. Aaron Sittig ফেসবুক এর ফটোতে বন্ধুদের ট্যাগিং সিস্টেম এর আইডিয়া নিয়ে আসেন। মে ২০০৫ থেকে এখন পর্যন্ত ফেসবুক ে কাজ করছেন। পোস্ট হচ্ছে Design Strategy Lead।
৫. Nick Heyman ট্র্যাফিক এর কাজ করছেন আর অই সময়ে ৩ মিলিওন থেকে ১৩ মিলিয়নে পৌঁছেছে। এপ্রিল ২০০৫ থেকে জানুয়ারি ২০০৭ পর্যন্ত কাজ করেছেন সেখানে। এখন আছেন এখন আছেন টুইটারে Manager of Operations হিসেবে
৬. Naomi Gleit তার কাজ ছিলো মুলুত কিভাবে সারা পৃথিবীর মানুষ ফেসবুক ব্যবহার করতে পারে সেটা। এপ্রিল ২০০৫ থেকে কাজ শুরু করেন Product Manager on Growth হিসেবে। এখন কোথায় আছে জানা যায় নি।
৭. Steve King মিডিয়া সেলসে কাজ করছেন এবং পানাসনিক এবং মাইক্রোসফট এর মত বড় বড় কোম্পানির কাছ থেকে অ্যাড নিয়ে এসেছেন। এপ্রিল ২০০৫ থেকে জুলাই ২০০৬ পর্যন্ত কাজ করেছেন তিনি
পোস্ট ছিলো Director, Media Sales, এখন আছেন VP Sales at LocaMedia
৮. Tricia Black মার্চ ২০০৫ থেকে জুন ২০০৬ পর্যন্ত কাজ করেছেন ফেসবুক এ, পোস্ট ছিলো VP, Advertising Sales। এখন আছেন Self-employed consultant
৯. Steve Chen ইউটিউব এ জয়েন করার আগে কিছুদিন কাজ করেছেন ফেসবুক এ। পোস্ট ছিলো Senior Software Engineer, এখন Cofounder of YouTube
১০. জুকারবারগ এর পর সবথেকে বেশি সময় ধরে ফেসবুক এ আছেন। ২০০৪ এ জুকারবারগ এর সাথে সাবলেট থাকতেন তিনি। ফেসবুক পোস্ট Global Partnerships, ২০০৫ থেকে শুরু করে এখনো কাজ করছেন ফেসবুক এ
সংগৃহীত
Diamu Blog Team