আজকে আমরা আলোচনা করবো JBL Quantum 50 Gaming Earphones নিয়ে। এল ই ডি লাইট সহ বড় আকারের গেমিং হেডফোন বাজারে অনেক আছে, কিন্তু ছোট, হ্যান্ডি টাইপের গেমিং হেডফোন মার্কেটে কিন্তু খুব একটা বেশি দেখা যায়না। অনেক কোম্পানি যেখানে সরাসরি ওয়ারলেস হেডফোনের দিকে মূল ফোকাস দিয়েছে সেখানে JBL Quantum 50 Gaming Earphones কিভাবে অন্যদের সাথে ফাইট করছে?? আসুন জানার চেষ্টা করি।
এই হেডফোন কাদের জন্য পার্ফেক্ট?
- যারা নিয়মিত মোবাইল গেমিং করে থাকেন তাদের জন্য এটা আদর্শ হেডফোন।
- যারা গেমিং এর সময় ছোট ও হ্যান্ডি টাইপের হেডফোন ব্যবহার করেন ।
- যারা লো বাজেটে JBL কোয়ালিটি সাউন্ড চাচ্ছেন
এই হেডফোনের বেস্ট ফিচারগুলিঃ
যারা JBL এর হেডফোন ব্যবহার করেন তারা সবাই এক বাক্যে স্বীকার করে যে JBL Noise Cancellation Feature ও মিউজিক কোয়ালিটির কারনে বিখ্যাত। এই হেডফোনেও স্বাভাবিক ভাবে এই ফিচার দুইটি ভালো ভাবেই আছে
- মনোমুডঃ ওয়েরলেস হেডফোনে মনোমুড পেয়েছি, তবে jbl এর এই হেডফোনে প্রথমবারের মত তারযুক্ত হেডফোনে মনোমুড দিয়েছে।
- এই হেডফোনে মাইক্রোফোনকে ভলিউম কন্ট্রোল থেকে আলাদা করে ব্যবহারকারির মুখের কাছে দিয়েছে।
- মাইক কোয়ালিটি অসাধারন
- ভলিউম অন্য হেডফোনের তুলনায় বেশি লাউড হয়।
- হেডফোন গ্রিপ করতে সুবিধা
- ডেডিকেটেড কন্ট্রোল সিস্টেম
- টুইস্ট লক
সমস্যাঃ
সবই যে ভালো হবে এমন নয়। এর খারাপ দিকগুলি হচ্ছে
- এটায় কোনো IP Dust/Water Rating নেই
- মার্কেটের অন্যান্য সাধারন হেডফোনের তুলনায় সামান্য বড়, তবে গেমিং হেডফোন হিসাবে বিবেচনা করলে ঠিক আছে।
আপনি কি JBL কোয়ান্টাম 50 কিনবেন?
আপনি যদি ২৫০০ টাকার নিচে গেমিং এর জন্য ভালো ব্র্যান্ডের হেডফোন চান তবে আপনার অবশ্যই জেবিএল কোয়ান্টাম 50 কে বিবেচনা করা উচিত।মাত্র ২২০০ টাকায়, কোয়ান্টাম 50 এর চেয়ে ভাল গেমিং হেডফোন মার্কেটে নেই। আপনি যদি গেমিং ও অন্য সময়ে ব্যবহারের জন্য ভালো সাউন্ড কোয়ালিটির হেডফোন খুজে থাকেন তাহলে এটাই আপনার জন্য বেস্ট সিলেকশন। এই হেডফোনের দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি আপনাকে মার্কেটের অন্য যেকোনো ইন এয়ার হেডফনের তুলনায় ভালো সার্ভিস দিবে।